অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ সরকার চালের আমদানি শুল্ক কমালেও ভারত থেকে চাল আমদানিতে এর কোন প্রভাব চালের বাজারে পড়েনি  


** FILE ** A border guard sells rice at a government subsidized outlet at Nawabganj in Dhaka, Bangladesh, Friday, April 11, 2008. The price of food has skyrocketed around the world, leading to riots in some countries and fears of starvation in others, and
** FILE ** A border guard sells rice at a government subsidized outlet at Nawabganj in Dhaka, Bangladesh, Friday, April 11, 2008. The price of food has skyrocketed around the world, leading to riots in some countries and fears of starvation in others, and

বাংলাদেশ সরকার চালের আমদানি শুল্ক কমালেও ভারত থেকে চাল আমদানিতে এর কোন প্রভাব চালের বাজারে পড়েনি বলে জানিয়েছেন চাল আমদানি কারকরা ।

খুচরা ক্রেতারা অভিযোগ করেছেন এর ফলে ভারত থেকে আমদানি করা প্রতি কেজি চালের দাম ৪ থকে ৫ টাকা বেড়ে মঙ্গলবার দাঁড়িয়েছে ৪২ থেকে ৪৫ টাকা। আমদানি কারকরা অবশ্য বলছেন বাংলাদেশে শুল্ক কমলেও ভারতের ব্যবসায়ীরা চালের রফতানিমুল্য বাড়িয়ে দেয়ার কারণেই দেশের বাজারে চালের দাম কমছেনা।

গত মে-জুন মাসের দিকে বাংলাদেশে চালের ঘাটতির কারনে বাজারে চালের দাম অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ার পর তা সহনীয় পর্যায়ে রাখতে আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করে সরকার। এ সিদ্ধান্তেপর গত প্রায় এক মাস ধরে বাংলাদেশের হিলি স্থলবন্দর দিয়ে নামমাত্র শুল্কে ভারত থেকে চাল আমদানি হচ্ছে ।

ব্যবসায়ীদের দেয়া তথ্যমতে গেল দুই মাসে কয়েক দফায় চালের রপ্তানিমুল্য ১৫০ মার্কিন ডলার পর্যন্ত বাড়িয়েছে ভারত যার ফলে ৩৯০ ডলারের প্রতি টনচালের আমদানি মুল্য দাঁড়িয়েছে ৫৪০ ডলারে।

এ সম্পর্কে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:01:18 0:00

XS
SM
MD
LG