অ্যাকসেসিবিলিটি লিংক

শেষ হলো রিও অলিম্পিক, পরবর্তী অলিম্পিক টোকিওতে


২০২০ সালে জাপানের টোকিওতে পরবর্তী অলিম্পিক আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা এবং টোকিওর গভর্নরের হাতে অলিম্পিকের পতাকা তুলে দেয়ার মধ্য দিয়ে ব্রাজিলের রিওতে শেষ হলো ৩১তম অলিম্পিক আসর।

ব্রাজিলের মারাকানায় ঘণ্টা দুয়েকের মন মাতানো ব্রাজিলিয়ান আঞ্চলিক গান ও নৃত্য, সাম্বাসহ জমকালো আসরের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে ১৭ দিনের বিশ্ব ক্রীড়ার সর্ববৃহৎ আয়োজন।

ফুটবলে স্বর্ণ জয়ের মধ্যে দিয়ে আয়োজক ব্রাজিল এবারের অলিম্পিকের সফল আয়োজন সম্পন্ন করে। অলিম্পিকে এবার ২৮টি ক্রীড়ায় ৩০৬টি স্বর্ণের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন বিশ্বের ২০৭টি দেশের ১১ হাজারেরও বেশি অ্যাথলিট। এদের মধ্যে বিভিন্ন ক্রীড়ায় অংশ নেন ৭ জন বাংলাদেশী।

অন্যান্য বছরের মতো এবারও অলিম্পিকে ছিল যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব। দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে চীন ও ব্রিটেন। পরের অবস্থানে রাশিয়া, জার্মানি, জাপান, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও ইতালি।

XS
SM
MD
LG