অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের এ্যাথলেটদের সম্পর্কে নিষিদ্ধ ড্রাগ নেয়ার বিষয়ে রুশ হ্যাকারদের তথ্যের প্রতিবাদ


যুক্তরাষ্ট্রের এ্যাথলেটদের সম্পর্কে নিষিদ্ধ ড্রাগ নেয়ার যে তথ্য, রুশ হ্যাকাররা প্রকাশ করেছে সে সম্পর্কে সামাজিক মাধ্যমে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন এ্যাথলেট।

এ সপ্তাহের শুরুর দিকে রাশিয়ার হ্যাকারদের প্রকাশিত তথ্যে বলা হয় জিমন্যাস্ট সাইমন বিলস, টেনিস তারকা সেরেনা ও ভেনাস উইলিয়ামস এবং বাস্কেটবল তারকা এলেনা ডেলে ডন নিষিদ্ধ ড্রাগ নেন।

স্বর্নপদক পাওয়া এ্যাথলেট বিলস স্বাস্থ্যগত সমস্যার কারনে Methylphenidate নেয়ার কথা স্বীকার করেছেন। টুইটারে তিনি বলেন ছোট বেলায় Attention Deficit Hyperactivity Disorder, or ADHD সমস্যা ছিল তার। তিনি পরিচ্ছন্ন ক্রীড়ায় বিশ্বাসী এবং আইন মেনে চলেন।

যুক্তরাষ্ট্রের ক্রীড়া সংক্রান্ত জাতিয় সংস্থার পক্ষে দেয়া এক বিবৃতিতে বলা হয় বিলস আইন ভঙ্গ করেন নি।

ভেনাস উইলিয়ামস টুইটারে অস্বস্তি প্রকাশ করে বলেছেন তার ব্যাক্তিগত মেডিকেল রেকর্ড চুরি করা হয়েছে এবং তিনি টেনিসের এন্টি ডপিং আইন মেনে চলেছেন।

XS
SM
MD
LG