অ্যাকসেসিবিলিটি লিংক

কালিকা প্রসাদ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন


ভারতের পশ্চিমবঙ্গের হুগলিতে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন লোকগানের সাধক, শিল্পী ও গবেষক কালিকা প্রসাদ ভট্টাচার্য। তাঁর অকাল প্রয়ানে শোক জানিয়েছেন পশ্চিববঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় সহ রাজ্যের সঙ্গীত জগতের বিশিষ্টজনেরা। রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষ কৃত্য সম্পন্ন করা হয়।

বাংলায় লোকগানের সুর তিনি ছড়িয়ে দিয়েছিলেন নাগরিক সীমানায়৷ টেলিভিশনের রিয়ালিটি শো তাঁর জন্যই পেয়েছিল মাটির সুর, মাটির গানের ছোঁয়া৷

পশ্চিমবঙ্গের হুগলি জেলার গুড়াপে আজ এক পথ দুর্ঘটনায় পড়েন শিল্পী ও তাঁর সঙ্গীরা৷ কলকাতা ফেরার পথে নিয়ন্ত্রণ হারায় তাঁর গাড়ি৷ গাড়ি নয়ানজুলিতে পড়ে যায় বলে জানা যায়৷ এমন জায়গায় দুর্ঘটনা ঘটে যেখানে উদ্ধারকাজ চালানো সহজ ছিল না৷ দুর্ঘটনা ঘটার বেশ খানিকটা পরেই উদ্ধার করা হয় তাঁদের৷ নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ সেখানে মৃত ঘোষণা করা হয় শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্যকে, তাঁর সঙ্গীদের অবস্থাও সঙ্কটজনক৷

শিল্পীর নিজস্ব লোকগানের দল বা ব্যান্ড ‘দোহার’ এখন পরিচিত নাম৷ শুধু পরিচিত বলা ভুল, এই প্রজন্মের কাছে লোকগান ও দোহার যেন অনেকটাই সমার্থক হয়ে দাঁড়িয়েছে৷ তবু সাত সুরের সে খেয়ার পারাপার যে এভাবে থেমে যাবে কে জানত! থেকে গেল স্ত্রী-কন্যা, থেকে গেল বন্ধুদের চোখের জল৷ সংস্কৃতির জগৎ হারাল নিষ্ঠাবান গবেষককে৷ সংগীত হারাল তার আর এক সাধককে৷

শিল্পীর অকাল প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের সংগীত জগতের বিশিষ্ট জনেরা। তবু শেষযাত্রায় আর কেউ দোহার থাকে না, জীবনের গানও বোধহয় শেষমেশ স্বীকার করে নেয় এই নির্মম সত্যিকে৷ আর তাই প্রয়াত শিল্পীকে কলকাতার রবীন্দ্রসদনে শায়িত রাখা হয় শেষ শ্রদ্ধা জানানোর জন্য এবং বিকেলের পর দক্ষিণ কলকাতার কেওড়া তলা মহাশশ্মানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষ কৃত্য সম্পন্ন হয় অগণিত তাঁর গুণ মুগ্ধ শ্রোতা ও সংস্কৃতি জগতের বহু বিশিষ্ট জনের উপস্থিতিতে। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:01:48 0:00

XS
SM
MD
LG