অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারে রোহিঙ্গাদের একটি দলকে প্রত্যাবাসনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ


বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গা শরণার্থীদের প্রথম একটি দলকে তাদের নিজদেশ মিয়ানমারে প্রত্যাবাসনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সাংবাদিকদের বলেছেন, খুব শিগগিরই প্রথম দফার প্রত্যাবাসন শুরু হবে এবং এই সংখ্যা হবে তিন হাজারের মতো। সঠিক কবে নাগাদ প্রত্যাবাসন শুরু হবে, এর পদ্ধতি কি হবে-সে সব বিষয়গুলো নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনই মন্তব্য করেননি।

বাংলাদেশ গত মধ্য ফেব্রুয়ারিতে ৮০৩২ জন রোহিঙ্গার নাম সম্বলিত যে তালিকা মিয়ানমারের কাছে দিয়েছিল, তার মধ্যে এপর্যন্ত মাত্র তিন হাজার ৫০০ জনের নামের ব্যাপারে মিয়ানমার ইতিবাচক মত দিয়েছে।

এদিকে, জাতিসংঘসহ মানবিক সহায়তাকারী সংস্থা এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সক্রিয়বাদীরা মিয়ানমারের রাখাইন রাজ্য রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য আদৌ উপযুক্ত নয় বলে মন্তব্য করেছেন। তারা এবং রোহিঙ্গা শরণার্থীরা প্রত্যাবাসন নিরাপদ, যথাযথ পরিবেশে স্বেচ্ছায় এবং মর্যাদার সাথে হোক তাই দাবি করে আসছেন।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

XS
SM
MD
LG