অ্যাকসেসিবিলিটি লিংক

আলাপন: মিয়ানমার পরিস্থিতি এবং রোহিঙ্গা প্রত্যাবাসন


রোহিঙ্গা প্রত্যাবাসনে গঠিত বাংলাদেশ ও মিয়ানমারের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠকে সিদ্ধান্ত হয় যে, নভেম্বরের মাঝামাঝি যাচাইকৃত প্রথম ব্যাচের প্রত্যাবাসন শুরু হবে। তবে যুক্তরাষ্ট্রের শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক উপ সহকারি মন্ত্রী রিচার্ড অলব্রাইট বলেছেন, বাংলাদেশ এবং মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রস্তুতি নিলেও রাখাইনে এখনো রোহিঙ্গাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হয়নি। এদিকে, মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে দেয়া সর্বোচ্চ সম্মানসূচক পুরস্কার ‘অ্যাম্বাসেডর অব কনসায়েন্স’ ফিরিয়ে নিয়েছে । সংস্থাটির মহাসচিব কুমি নাইডু, সুচিকে লেখা এক চিঠিতে বিষয়টি জানিয়েছেন। এই বাস্তবতায় আজকের আলাপন 'মিয়ানমার পরিস্থিতি এবং রোহিঙ্গা প্রত্যাবাসন'।

আজকের আলাপনে অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আমেনা মহসিন, ঢাকা থেকে অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর এবং কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। এছাড়া মাঠ পর্যায়ের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল। অনুষ্ঠানটি সঞ্চালন করেন তাওহীদুল ইসলাম।

please wait

No media source currently available

0:00 0:38:13 0:00

XS
SM
MD
LG