মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের যে বিশেষ অধিবেশন মঙ্গলবার জেনেভায় অনুষ্ঠিত হয়, তাতে দেশটির রোহিঙ্গা জনগোষ্ঠী ও অন্যান্য সংখ্যালঘুদের উপরে সুপরিকল্পিত এবং ব্যাপকমাত্রায় মানবাধিকার লংঘনের তীব্র নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করা হয়েছে।
প্রস্তাবে কি ধরনের মানবাধিকার লংঘন এবং দমন-নিপীড়ন-নির্যাতন হয়েছে তা সবিস্তারে লিখিত আকারে রিপোর্ট তৈরির জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার এবং মানবাধিকার কাউন্সিলসহ জাতিসংঘের অন্যান্য সংস্থার প্রতি আহবান জানিয়ে ওই রিপোর্ট যাতে সাধারণ অধিবেশনে পেশ করা যায় তার জন্য বলা হয়েছে।
চীনের বাধার কারণে ও ফিলিপাইন এবং বুরুন্ডি বিপক্ষে থাকায় প্রস্তাব সর্বসম্মতভাবে পাস করা যায়নি। পরে ভোটাভুটিতে ৩৩টি পক্ষে এবং ৩টি ভোট বিপক্ষে পড়েছে। ভারত, জাপানসহ ৯টি দেশ ভোটদানে বিরত থাকে। বৈঠকের প্রস্তাবকারী বাংলাদেশ, সৌদি আরবসহ কয়েকটি দেশ সর্বসম্মতভাবে প্রস্তাব পাস না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছে।