অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত স্থান ত্যাগ করার আদেশ দিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ


A helicopter carrying an advisory commission lands near newly-built repatriation camps prepared for Rohingya refugees expected to be returning from Bangladesh, Jan. 24, 2018, in Taungpyo, Myanmar.
A helicopter carrying an advisory commission lands near newly-built repatriation camps prepared for Rohingya refugees expected to be returning from Bangladesh, Jan. 24, 2018, in Taungpyo, Myanmar.

মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বাংলাদেশ অংশের বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তের নোম্যান্সল্যান্ডে গত ৫ মাস ধরে আশ্রয় গ্রহণকারী ৬ হাজার ৯৩৯ জন রোহিঙ্গাকে দ্রুত ওই স্থান ত্যাগ করার আদেশ দিয়েছে।

ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:01:06 0:00

বান্দরবান থেকে স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে মিয়ানমারের দিক থেকে দিনরাত মাইকে করে-হয় ওই রোহিঙ্গাদের দেশে ফিরতে হবে, না হয় স্থান ত্যাগ করতে হবে বলে প্রচারণা চালানো হচ্ছে। নোম্যান্সল্যান্ডে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের লক্ষ্য করে ইট-পাথরও ছুড়ে মারার খবর পাওয়া গেছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এ বিষয়টি সম্পর্কে অবগত বলে জানা গেছে। এদিকে, বার্ত সংস্থা এএফপিসহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, মিয়ানমারের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী অং সোয়ে গত শুক্রবার সীমান্তে কাটাতারের বেড়ার কাছে এসে রোহিঙ্গাদের উদ্দেশ্য করে-রোহিঙ্গাদের অবিলম্বে ওই স্থান ত্যাগ করতে হবে, অন্যথায় তারা কঠিন ব্যবস্থা নেবেন বলে জানিয়ে দিয়েছেন।
বাংলাদেশের কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, গত মাসে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী নোম্যান্সল্যান্ডে থাকা রোহিঙ্গাদের কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে নেয়া হচ্ছে; বাকিদেরও নেয়া হবে। তবে সংশ্লিষ্টরা বলছেন, প্রক্রিয়া খুবই ধীর গতিতে চলছে।


XS
SM
MD
LG