রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকা বলছে, দুই মাসের মধ্যে প্রত্যাবাসন কাজ শুরু হবে। তবে কতোদিনের মধ্যে শেষ হবে সে সম্পর্কে কিছুই বলা হয়নি।
সমঝোতা স্মারক স্বাক্ষরের পরে ঢাকায় বিশ্লেষকগণ বলছেন, শনাক্তকরণ ও প্রত্যাবাসন কার্যক্রমের প্রক্রিয়ার সাথে জাতিসংঘ বা এর কোনো প্রতিষ্ঠান কিংবা তৃতীয় কোনো পক্ষ যুক্ত থাকবে কিনা তা স্পষ্ট নয়। অতীত অভিজ্ঞতার ভিত্তিতে এই সমঝোতা স্মারক বাস্তবায়নে মিয়ানমার কতোটা আন্তরিক হবে সে প্রশ্নও দেখা দিয়েছে ঢাকায় বিশ্লেষকদের মাঝে। এ সব বিষয়ে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশেষজ্ঞ ড. আবরার চৌধুরী।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরু।