বাংলাদেশে প্রবেশে সীমান্তরক্ষীদের নানা ধরনের বাধা সত্ত্বেও মিয়ানমারের রোহিঙ্গারা নৌকাযোগে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালিয়েই যাচ্ছেন। বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবিসহ বিভিন্ন সূত্র বলছে, গত প্রায় ৬ সপ্তাহে তিন শতাধিক নৌকাযোগে সাড়ে তিন হাজারেরও বেশি বাংলাদেশে প্রবেশে চেষ্টারত রোহিঙ্গাকে প্রবেশ করতে বাধা প্রদান এবং দেশে ফেরত পাঠানো হয়েছে। গত তিন দিনেই প্রায় দেড়শ জনকে ফেরত পাঠানো হয়। অতি সাম্প্রতিক রোহিঙ্গাদের প্রবেশ চেষ্টা বৃদ্ধির প্রেক্ষাপটে ওই সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষীরা নজরদারি আরও বাড়িয়েছে। ঢাকাও রোহিঙ্গাদের প্রবেশে বাধা দেয়ার নীতিতে অনমনীয় রয়েছে। এ সত্ত্বেওগেলো সপ্তাহ পর্যন্ত জাতিসংঘ এবং আইওএমসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, এই দফায় ২১ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। জাতিসংঘ বলছে, গত কয়েক সপ্তাহেই কমসে-কম ১০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।
এদিকে, মিয়ানমার সমস্যা সমাধানে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা আসিয়ান আগামী সপ্তাহে এক বৈঠক ডেকেছে।
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।