ঢাকায় কর্তৃপক্ষ দাবী জানিয়েছে যে হাজার হাজার রোহিঙ্গা মুসলমান যারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে গেছে, তাদেরকে মিয়ানমার ফিরিয়ে নিক। বাংলাদেশ বলছে রোহিঙ্গা মুসলমানরা নির্যাতন এড়ানোর জন্য মিয়ানমার থেকে পালাচ্ছে এবং তারা অবৈধ ভাবে বাংলাদেশে অবস্থান করছে।
মিয়ানমার বলেছে বাংলাদেশে যে শরণার্থীরা আছে তাদের স্বল্প সংখ্যককে তারা ফিরিয়ে নেবে। কিন্তু রোহিঙ্গা শরণার্থীরা নিজরাই মিয়ামারের রাখাইন রাজ্যে ফিরে যেতে চাচ্ছে না। শরণার্থীদের নেতারা রোহিঙ্গা বান্ধব দেশগুলোর প্রতি তাদের নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন।