অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা পরিচিতি কার্ড” প্রদান শুরু করেছে বাংলাদেশ সরকার


Rohingya ID
Rohingya ID

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্চ্যুত হয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মাঝে “রোহিঙ্গা পরিচিতি কার্ড” প্রদান শুরু করেছে বাংলাদেশ সরকার। এরআগে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর ১১ লাখ ১৮ হাজার ৭০৪জন রোহিঙ্গাকে বায়োমেট্টিক নিবন্ধনের মাধ্যমে “রোহিঙ্গা নাগরিক নিবন্ধন কার্ড” প্রদান করেছিল। এখন নতুন করে রোহিঙ্গাদের দেয়া হচ্ছে “রোহিঙ্গা পরিচিতি কার্ড”। নতুন এই কার্ডটি ত্রাণ বিতরণে অপচয় রোধ করা সম্ভব হবে এবং মিয়ানমারে প্রত্যাবাসনের ক্ষেত্রে তথ্যগত প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছে সরকার।

এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসাইন জানাচ্ছেন বিস্তারিত।

please wait
Embed

No media source currently available

0:00 0:01:56 0:00

XS
SM
MD
LG