অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গাদের বিষয়ে ভারতের নীতি


সোমবার সুপ্রিম কোর্টে রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠানোর মামলার বিষয়ে ভারত সরকারের লিখিত বক্তব্য পেশ করতে গিয়েও তা ফিরিয়ে নেওয়া হয়। নিরাপত্তার কারণে এ দেশে বসবাসরত ৪০,০০০ রোহিঙ্গাকে মায়ানমারেই ফেরত পাঠানোর নীতির কথাই খসড়ায় বলা হয়েছিল। কিন্তু নতুন খসড়ার তোড়জোড় দেখে মনে হতেই পারে, ঐ অবস্থান সরকার কি বদল করছে? স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রক রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সমর্থক হলেও বিদেশ মন্ত্রক ভিন্ন অবস্থান নিয়েছে।

বাংলাদেশকে স্বস্তি দিতে ৭০ লক্ষ কিলোগ্রাম রিলিফ সামগ্রী পাঠানো এবং মায়ানমার সরকারের ওপর চাপ দেওয়া ভিন্ন ভাবনার প্রতিফলন। রোহিঙ্গাদের ওপর বর্মী সেনাদের অত্যাচার নিয়ন্ত্রণ করলেই রোহিঙ্গারা আর দেশ ছাড়বে না, এটাই বিদেশ মন্ত্রকের ধারণা। কিন্তু রোহিঙ্গাদের জঙ্গীপনায় কাজে লাগাতে মুসলিম জঙ্গী নেতারা যে চেষ্টা শুরু করেছেন, তারও প্রমাণ রয়েছে। শীর্ষ আদালতে কি হবে ভারত সরকারের চূড়ান্ত অবস্থান, তা জানা যাবে সোমবার, মামলাটি উঠলে।

XS
SM
MD
LG