অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ আরো এক নৌযান বোঝাই অভিবাসি ও শরনার্থীর সন্ধান পেয়েছে


ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ আরো এক নৌযান বোঝাই অভিবাসি ও শরনার্থীর সন্ধান পেয়েছে। এঁরা আসেন মায়াম্মার ও বাংলাদেশ থেকে। দেখেশুনে মনে হচ্ছে হাজার হাজার রোহিঙ্গা মুসলিম এখন সাগরজলের ওপর ভাসমান অবস্থায় রয়েছেন-পাচারকারিরা এঁদের ফেলে পালিয়েছে- দক্ষিন পুর্ব এশিয়ার কর্মকর্তারা এখন এঁদের সামলাতে হিমশিম খাচ্ছেন।

ইন্দোনেশিয়ার নৌবাহিনী ঐ নৌযানটির পথ আগলিয়ে দাঁড়ায় সোমবার-আচে প্রদেশের উত্তর প্রান্তের উপকূলবর্তি দরিয়ায় এবং তারা আরোহিদের খাদ্য-পানীয় ও চিকিত্সা সুবিধাদি জোগায় এবং তার পর তাঁদে পথ ছেড়ে দেয় তারা।জনৈক মূখপাত্র জানান- ঐ অভিবাসিরা ইন্দোনেশিয়ায় নামতে চাননি-তাঁদের গন্তব্য এখনো পরিস্কার নয়।

গত বেশ কিছুদিনে দু’ হাজারের বেশি রোহিঙ্গা মুসলিম ও বাংলাদেশি অভিবাসিকে সাগর বক্ষ থেকে উদ্ধার করা হয়েছে এবং মতাদর্শী ও কর্মকর্তাদের আশংকা আরো হাজার হাজার জন হয়তোবা গাদাগাদি করে নৌযানে বোঝাই হয়ে সাগর বক্ষে ভাসমান অবস্থায় রয়েছেন।এবং থাইল্যান্ড যে এই হালে মানব পাচার প্রতিরোধে তত্পর হয়েছে এটা সেই তারই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিক্রিয়া বলে মনে করা হচ্ছে।

XS
SM
MD
LG