অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা প্রত্যাবাসন: বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে


Myanmar, Bangladesh sign Agreement on Repatriation (Zaw Htay)
Myanmar, Bangladesh sign Agreement on Repatriation (Zaw Htay)

বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নেয়ার জন্য বৃহস্পতিবার বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মিয়ানমারের নেপিডোতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী এবং মিয়ানমারের পক্ষে দেশটির মন্ত্রী চ টিন্ট সোয়ে ওই চুক্তিতে স্বাক্ষর করেন। বিকেলে ঢাকায় পররাষ্ট্র দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তি অনুযায়ী রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম দুই মাসের মধ্যে শুরু হবে। এছাড়া তিন সপ্তাহের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন এবং দ্রæততার সাথে প্রত্যাবাসন কাজ চলবে। ওদিকে, চুক্তি স্বাক্ষরের পরে মিয়ানমারের অভিবাসন বিষয়ক সচিব সাংবাদিকদের জানিয়েছেন, প্রত্যাবাসনের আগে মিয়ানমারের দেয়া রেজিস্ট্রেশন ফরম ব্যক্তিগত তথ্যাদিসহ পূরণ করা হলে তা মিয়ানমার কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে যতো দ্রুত সম্ভব প্রত্যাবাসন কাজ শুরু হবে। কবে নাগাদ প্রত্যাবাসন কাজ শেষ হবে তা সহ বেশ কিছু বিষয় সম্পর্কে স্পষ্ট করে সমঝোতা স্মারকে বলা হয়নি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দেশে ফিরে শনিবার তিনি বিস্তারিত জানাবেন। এদিকে, পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার সকালে মিয়ানমারের নেত্রী অং সান সুচির সাথে সাক্ষাত করেছেন।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00


XS
SM
MD
LG