অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারের বর্তমান পরিস্থিতির কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন অনিশ্চিত : প্রধানমন্ত্রী শেখ হাসিনা


মিয়ানমারের বর্তমান পরিস্থিতির কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে অসংখ্যবার আলোচনা হলেও এতে অগ্রগতি হয়েছে কমই। বর্তমানে বাংলাদেশ সফররত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ভলকান বজকির মঙ্গলবার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতকালে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সাথে ভাসানচর প্রকল্প নিয়েও আলোচনা করেন। সাধারণ পরিষদের সভাপতি ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার উদারতা ও মানবিকতা দেখানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

মিয়ানমারের বর্তমান পরিস্থিতির কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন অনিশ্চিত : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
please wait

No media source currently available

0:00 0:01:08 0:00

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সাথে বৈঠক করেন। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে ভলকান বজকির ভাসানচর প্রকল্পের প্রশংসা করেন এবং এই উদ্যোগকে বিশ্ব মানবিকতার উদাহরণ হিসেবে আখ্যা দেন। তিনি মিয়ানমারের ব্যাপারে ভবিষ্যতে একটি বিবৃতি দেবেন উল্লেখ করে বলেন, আমি বিশ্বের যে কোন দেশের সামরিক অভ্যুত্থানের বিরোধী।

XS
SM
MD
LG