বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের জঙ্গীবাদ মোকাবেলা সংক্রান্ত কমিটি জঙ্গীবাদের বিস্তাররোধ এবং মোকাবেলায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার বিকেলে ঢাকায় অনুষ্ঠিত ওই কমিটির বৈঠকে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী মিয়ানমারের রোহিঙ্গারা যাতে জঙ্গীবাদের সাথে যুক্ত হতে না পারেন -সে ব্যাপারে তাদের উপরে কড়া নজরদারীর জন্য আইন-শৃংখলা রক্ষা এবং গোয়েন্দা বাহিনীসমূহকে নির্দেশ দেয়া হয়েছে। বৈঠকে ইমাম সাহেবরা শুক্রবার জুমা’র নামাজের খুতবায় জঙ্গীবাদের বিরুদ্ধে যাতে কথা বলেন তারও সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ওয়েবসাইট, ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরে চলমান নজরদারী আরও বৃদ্ধির ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।...ঢাকা থেকে আমীর খসরু