অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজারের শরণার্থী শিবিরে করোনায় আরও ২ রোহিঙ্গার মৃত্যু


করোনায় আরও দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে কক্সবাজারের শরণার্থী শিবিরে। বাংলাদেশ সরকারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামশুদ্দোজা নয়ন এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি আরও জানান, গত দুই দিনে রোহিঙ্গা ক্যাম্পে করোনায় মৃত্যু এবং সংক্রমিত হওয়ার সংখ্যা বেড়েছে। এপর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে মোট করোনা পজিটিভ সনাক্ত হয়েছে ৩৫ জন। ইতোমধ্যে দুইজন সুস্থ হয়ে ক্যাম্পে ফিরে গেছে। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

এ নিয়ে শরণার্থী শিবিরে করোনায় ৩ জন রোহিঙ্গার মৃত্যু হল। এই তিনজন ছাড়াও কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে করোনা উপসর্গ নিয়ে আরও রোহিঙ্গার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

এদিকে মিয়ানমারে একজন হিন্দু রোহিঙ্গা করোনা পজিটিভ সনাক্ত হয়েছে বলে দেশটির গণমাধ্যমে খবর প্রচারিত হয়েছে। ওই হিন্দু রোহিঙ্গা সম্প্রতি বাংলাদেশের ক্যাম্প থেকে লুকিয়ে মিয়ানমারে গিয়েছিল বলেও খবরে উল্লেখ করা হয়।করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কক্সবাজারকে রেডজোন ঘোষণা করে, কঠোন লকডাউন পালন করা হচ্ছে।

মোয়াজ্জেম হোসাইন সাকিলের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG