অ্যাকসেসিবিলিটি লিংক

আরও রোহিঙ্গা বাংলাদেশে আসার পরিকল্পনা করছেন: ইউএনএইচসিআর


মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে এখনো রোহিঙ্গারা বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছেন। কক্সবাজার এবং টেকনাফের মানবিক সহায়তাকারী সংস্থার কর্মীরা বলছেন, এ বছরের জানুয়ারি থেকে গেলো সপ্তাহ পর্যন্ত ১২ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর সর্বসাম্প্রতিক এক রিপোর্টে বলেছে, এ বছরের ১ জানুয়ারি থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্তই বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন ১১ হাজার ৫২৩ জন রোহিঙ্গা শরণার্থী। ইউএনএইচসিআর বলছে, নিরাপত্তাহীনতাজনিত ভীতির কারণে আরও রোহিঙ্গা বাংলাদেশে আসার পরিকল্পনা করছেন বলে নতুন যে রোহিঙ্গারা এসেছেন তারা বলেছেন। বর্তমানে যারা আসছেন তারা নৌকা করে বঙ্গোপসাগরে মোহনা এবং নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে পৌছেছেন।

এদিকে, রোহিঙ্গাদের উপরে নিপীড়ন-নির্যাতনের উপরে সবশেষ পরিস্থিতি নিয়ে খুব শিগগিরই জাতিসংঘের বিশেষ প্রতিবেদন প্রকাশের লক্ষ্যে জাতিসংঘেরই ৩ সদস্যের একটি তথ্যানুসন্ধানী বিশেষজ্ঞ দল ৫ দিনের কক্সবাজারসহ বাংলাদেশ সফর শেষ করেছেন। বিশেষজ্ঞ দল আগামী ১৮ সেপ্টেম্বর জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কমিশনে তাদের প্রাপ্ত তথ্যাদি তুলে ধরবেন

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG