অ্যাকসেসিবিলিটি লিংক

রথযাত্রা নিয়ে রাজনৈতিক বাদানুবাদ এবং আইনি বিতর্ক


Roth Jatra
Roth Jatra

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির রথযাত্রা নিয়ে রাজনৈতিক চাপানউতোরের সঙ্গে চলছে আইনি তরজা। কলকাতা হাইকোর্ট আজ এই ব্যাপারে নতুন নির্দেশ জারি করেছে।

কোচবিহারের প্রস্তাবিত রথযাত্রার ওপর গতকাল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ৯ জানুয়ারি পর্যন্ত যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, আজ ডিভিশন বেঞ্চে তা খারিজ হয়ে গিয়েছে। হাইকোর্ট আজ বলেছে, জনসভা ও মিছিল করা রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার। ইচ্ছে করলেই তা অস্বীকার করা যায় না। আগামী বুধবার ১২ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ও পুলিশের ডিরেক্টর জেনারেলকে বিজেপির তিন জন প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসে রথযাত্রা কীভাবে নির্বিঘ্নে সম্পন্ন করা যায় তা ঠিক করতে হবে। তার মধ্যে এবিষয়ে কোনও সভা করা যাবে না। শুক্রবার ১৪ই ডিসেম্বর রাজ্য সরকার আদালতের কাছে সবিস্তার জানাবে। এই রায়ে বিজেপি স্বভাবতই খুশি। কোচবিহারে আজকের রথযাত্রা বাতিল হয়ে যাওয়ায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ্ শুধুমাত্র সভা করতে আর আসেননি। দিল্লিতে এক সাংবাদিক বৈঠক ডেকে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন। আগামী কাল শনিবার তিনি কলকাতায় এসে দলের নেতা ও কর্মীদের সঙ্গে আলোচনা করতে চান।

কলকাতা থেকে দীপংকর চক্রবর্তীর প্রতিবেদন।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG