অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকায় ডাকা বাতিল করা হচ্ছে


আমেরিকায় ডাকা বাতিল করা হচ্ছে
please wait

No media source currently available

0:00 0:12:36 0:00

যে কর্মসূচির আওতায় কাগজপত্র বিহীন প্রায় আট লক্ষ অভিবাসী ছেলেমেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করে পড়া শোনা কিংবা চাকরি করতে পারতো , যুক্তরাষ্ট্র সরকার সেই আইনি রক্ষাকবচ বাতিল করে দিয়েছে। Deferred Action for Childhood Arrivals বা সংক্ষেপে DACA নামের কর্মসূচির জন্য আর কোন আবেদনপত্র নেওয়া হবে না বলে প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন তবে অ্যাটর্নি জেনারেল জেফ সেশসনসকে তিনি মঙ্গলবার সংবাদ মাধ্যমগুলোর ক্যামেরার সামনে এই ঘোষণা দেবার জন্য পাঠান। সেশনস ঘোষণা করেন ড্যাকা বাতিল করা হচ্ছে। এই সিদ্ধান্তের কারণে পাঁচ বছর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাহী আদেশ বাতিল হয়ে গেল। বিদেশে জন্ম হয়েছে এমন হাজার হাজার তরুণ ছাত্র বা কমীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। কংগ্রেস যদি চায় তারা তাদের যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দিতে পারে । তবে এ ব্যাপারে তাদের ছ মাসের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে। এই সব কিশোর –তরুণ অভিবাসি , যাদেরকে সাধারণত বা স্বপ্নচারি বলে অভিহিত করা হয় , তারা প্রায় শিশু হিসেবেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল। এদের অনেকেই এসছে মেক্সিকো বা মধ্য আমেরিকান দেশগুলো থেকে তবে এদের অনেকেই এত ছোট বয়সে এসছে যে তারা আমেরিকার সমাজ ব্যবস্থা এবং রীতি নীতি বাইরে আর কিছুই জানে না। এ সব বিষয় নিয়েই আজকে ভয়েস অফ আমেরিকার এই আলোচনাচক্র।

XS
SM
MD
LG