অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া বলেছে বিমান বিধ্বস্ত হওয়ার কারণগুলোর মধ্যে সন্ত্রাসবাদ সম্ভবত একটি কারণ নয়


Ministry of Emergency Situations employees prepare rescue boats at a pier just outside Sochi, Russia, Dec. 26, 2016.
Ministry of Emergency Situations employees prepare rescue boats at a pier just outside Sochi, Russia, Dec. 26, 2016.

সোমবার রুশ কর্মকর্তারা বলেছেন রুশ সামরিক বিধ্বস্ত যাত্রীবাহী বিমান, যেটির ৯২জন আরোহী প্রাণ হারিয়েছে বলে মনে করা হচ্ছে, সেই বিমান, বিধ্বস্ত হওয়ার কারণগুলোর মধ্যে সন্ত্রাসবাদ একটি কারণ নয় বলে তারা মনে করেন।

ক্রেমলিনের মুখপাত্র ডিমিট্রি পেসকভ বলেন যে সন্ত্রাসবাদ তালিকার শীর্ষে নয়।

সোমবার এর আগে রাশিয়ার পরিবহন মন্ত্রী ম্যাক্সিম সোকোলভ বলেছেন রবিবার বিমান বিধ্বস্ত হওয়ার কারণ হয়ত সম্ভবত বিমান চালকের ত্রুটি বা প্রযুক্তিগত কারণ।

যদিও সম্ভাব্য কারণগুলোর মধ্যে সন্ত্রাসবাদ নেই, রাশিয়ার বিশেষ তদন্তকারী কমিটি, এ বিষয়ে ফৌজদারী তদন্ত শুরু করেছে।

বিমানটি সোচি বিমান বন্দর থেকে উড্ডয়নের পরপরই কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়। বিমানটিতে ক্রুর ৮জন সদস্য সহ ৮৪ যাত্রী ছিল।

XS
SM
MD
LG