রাশিয়ার বিরোধী নেতা বোরিস নেমস্টভের মৃত্যুর দ্বিতীয় বার্ষিকীতে, মস্কোতে হাজার হাজার মানুষ মিছিল করে। ক্রেমলিনের বাইরে তাকে গুলি করে হত্যা করা হয়।
বিক্ষোভকারীরা রুশ পতাকা ও নেমস্টভের উদ্ধৃতি সহ ব্যানার হাতে নিয়ে মিছিল করে। ব্যানারে লেখা ছিল “রাশিয়া মুক্ত হবে।”
নেমস্টভ রুশ প্রেসিডেন্ট ভ্ল্যাডিমির পুটিনের তীব্র সমালোচক ছিলেন। বিরোধী সদস্যরা ওই হত্যাকান্ডের জন্য সরকারকে দোষারোপ করে।
ক্রেমলিন নেমস্টভের হত্যায় কোন সংশ্লীষ্টতার কথা অস্বীকার করে।
৫ সন্দেহভাজন ব্যক্তি যারা সকলেই চেচেন তাদের বচার শুরু হয় অক্টোবার।
প্রেসিডেন্ট পুটিন ওই হত্যাকান্ডকে “উষ্কানি মূলক বলে আখ্যায়িত করেন।। তিনি এই প্রতিশ্রুতি দেন যে যারা দায়ী তাদের উচিত শাস্তি দেওয়ার জন্য সরকার যথাসাধ্য করবে।