অ্যাকসেসিবিলিটি লিংক

সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভের পর, পুটিন বিরোধী সক্রিয় কর্মী নাভালনিকে পুলিশ মুক্তি দিয়েছে


Moscow Protests, May 5 2018
Moscow Protests, May 5 2018

রাশিয়ায় ব্যাপক ভাবে সুপরিচিত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে পুলিশের হেফাজত থেকে মুক্তি দেওয়া হযেছে। এর আগে শনিবার তিনি ও তাঁর শত শত সমর্থককে পুলিশ আটক করে। চতুর্থ মেয়াদের জন্য প্রেসিডেন্ট পদে ভ্ল্যাডিমির পুটিনের অভিষেক অনুষ্ঠানের বিরুদ্ধে তারা মস্কো এবং অন্যান্য ৯০টি শহরে প্রতিবাদ বিক্ষোভ করে এবং তখনই তাদের আটক করা হয়।

রবিবার খুব ভোরে নাভালনি এক টুইট বার্তায় তার মুক্তির কথা জানান।

শনিবার মস্কোর শহর কেন্দ্রে প্রতিবাদ সমাবেশ এলাকায় নাভালনি উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে, তাকে এবং তার মিত্র নিকোলাই লিয়াসকিনকে পুলিশ গ্রেপ্তার করে।

বেটন হাতে দাঙ্গা পুলিশ লোকজনকে গ্রেপ্তার করার জন্য বার বার ভীড়ের মধ্যে ঢুকে পড়ে।

নাভালনির বিরুদ্ধে পুলিশ অভিযোগ করে যে অনুমতি ছাড়া সংঘটিত অবৈধ বিক্ষোভে তিনি উস্কানি দিয়েছেন।

XS
SM
MD
LG