কোগালিমাভিয়া বিমান সংস্থার এক কর্মকর্তা বলেছেন যে রুশ যাত্রীবাহি বিমানটি মিশরে বিধ্বস্ত হয় সেটি যান্ত্রিক নয়, বাইরের অন্য কোন কারণে ভেঙ্গে যায়।
কোগালিমাভিয়া বিমানটির এক কর্মকর্তা অ্যালেকজান্ডার স্মিরনভ, সোমবার মস্কোতে বলেছেন “এমন কোন প্রাযুক্তিক ত্রুটি ঘটেনি যে কারণে বিমানটি আকাশ পথে ভেঙ্গে যাবে।।”
স্মিরনভ বলেন বিমানটি উড়ছিলো না, বিমানটি পড়ে যাচ্ছিলো। বিমানের ক্রু সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সে কারণে কেউ চেষ্টা করেনি যোগাযোগ করতে এবং বিমানের পরিস্থিতি সম্পর্কে জানাতে।
শনিবার বিমানটি ২২৪জন যাত্রীসহ সাইনাই উপদ্বীপে বিধ্বস্ত হয়।