অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া ও চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে ভিটো দিয়েছে


গতকাল মঙ্গলবার রাশিয়া ও চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে ভিটো দেয়ায় ৬ বছর ধরে চলে আসা সীমান্তের দু পারের একটি সাহায্য তৎপরতা কার্যত বন্ধ হয়ে যাচ্ছে যা কীনা সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে লক্ষ লক্ষ অসামরকি লোকজনকে সহায়তা প্রদান করতো। তবে জাতিসংঘে বেলজিয়ামের রাষ্ট্রদূত বলেন বিষয়টি এখনও শেষ হয়ে যায়নি। আমরা সামনের দিনগুলোতে সকল পক্ষের সঙ্গে সহমত স্থাপনের জন্য প্রচেষ্টা চাীলয়ে যাবো । তিনি এটিকে নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে বর্ণনা করেন এবং আশা করেন যে সিরিয়ার জনগণের স্বার্থেই সকলেই সহমত হবে। বর্তমান প্রস্তাব অনুযায়ী তুরস্ক থেকে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে সাহায্য সামগ্রী বহনকারী যানবহর চলাচলের অনুমতি ১০ই জুলাই শেষ হয়ে যাচ্ছে। সুতরাং ১৫ টি রাষ্ট্র সম্বলিত নিরাপত্তা পরিষদের সামনে এখনও কিছুটা সময় আছে এমন ধরণের আপোষ রফা করার যার ফলে সাহায্য সমাগ্রীর পরিবহন অব্যাহত থাকে। গত জানুয়ারি মাসে পরিষদ রাশিয়া ও চীনের চাপের মুখে নতি স্বীকার করে, চারটির মধ্যে দুটি সীমান্ত চলাচলের পথ বন্ধ করে দেয়। ঐ সীমান্তের একটি দিয়ে ইরাক থেকে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে চিকিৎসা সামগ্রী আসতো এবং অন্যটি সিরিয়া ও জর্দানের সীমান্ত যা সাম্প্রতিক সময়ে ব্যবহার করা হয়নি।

কভিড ১৯ এর সংকট ছাড়াও সিরিয়া ন’ বছরের সংঘাতের পর এখন সব চেয়ে খারাপ আর্থিক সংকটে পড়েছে । মুদ্রার মূল্য কমে যাচ্ছে, দ্রব্যের মূল্য আকাশ চুম্বি এবং সিরিয়ার জনগণ খাদ্য সামগ্রী পেতে হিমশিম খাচ্ছে।

XS
SM
MD
LG