অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার আদালত নেটওয়ার্ক গ্রুপের সাত কর্মীকে সন্ত্রাসবাদের অভিযোগে কারাদন্ড দিয়েছে


FILE - Police officers guard a court building in Rostov-on-Don, Russia, Sept. 15, 2015. On Monday, a Russian military court in western city of Penza sentenced seven members of a left-wing group to prison terms of up to 18 years on terrorism charges.
FILE - Police officers guard a court building in Rostov-on-Don, Russia, Sept. 15, 2015. On Monday, a Russian military court in western city of Penza sentenced seven members of a left-wing group to prison terms of up to 18 years on terrorism charges.

রাশিয়ার পেনজা শহরের একটি আদালত, "সেট" (নেটওয়ার্ক) নামে পরিচিত একটি গ্রুপের সাত কর্মীকে সন্ত্রাসবাদের অভিযোগে ছয় বছর থেকে ১৮ বছরের কারাদন্ড দিয়েছে। বিরোধী পক্ষের নেতারা ওইরায়ের তীব্র সমালোচনা করেছে।

সোমবার, প্রিভোলজস্কি জেলা আদালত সন্ত্রাসবাদী গোষ্ঠীর সদস্য হওয়ার জন্য দোষী সাব্যস্ত করেছে, ২৩ থেকে ৩০ বছর বয়সের এই পুরুষদের।

কয়েকজন আসামীকে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক রাখার জন্য এবং অবৈধ মাদক বিক্রির চেষ্টা করার জন্যও দোষী সাব্যস্ত করা হয়েছে।

এই গ্রুপের সদস্যদের ২০১৭ অক্টোবরে গ্রেপ্তার হয়েছিল।

ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) তাদের বিরুদ্ধে মস্কো, সেন্ট পিটার্সবার্গ, পেনজা, ওমস্ক এবং বেলারুশায় একটি সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করার অভিযোগ আনে।

XS
SM
MD
LG