রবিবার রুশ কর্তৃপক্ষ বিরোধী নেতা বোরিস নেমৎসভকে হত্যা করার অভিযোগে দুজন চেচেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদের জন্য আরও ৩জনকে আটক করেছে।
৫ ব্যক্তিই মস্কোর এক আদালতে উপস্থিত হন। কর্মকর্তারা ২৭ ফেব্রুয়ারী নেমৎসভকে কে গুলি করে হত্যা করার ঘটনার তদন্ত অব্যাহত রেখেছেন। নেমৎসভকে ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্ল্যাডিমির পুটিনের ঘোর বিরোধী।
রাষ্ট্রীয় বার্তা মাধ্যমে ৫৫ বছর বয়স্ক নেমৎসভ এর হত্যাকারি হিসেবে যে দু’ব্যক্তির বিরুদ্ধে সরকারি ভাবে অভিযোগ দায়ের করা হয় তাদের পরিচয় দেয় – জাউর দাদায়েভ এবং আনজোর গুবাশেভ।