অ্যাকসেসিবিলিটি লিংক

৯২জন আরোহী সহ রুশ বিমান কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়


Russian Emergencies Ministry members walk on a pier near the crash site of Russian military Tu-154 plane in the Black Sea in the Sochi suburb of Khosta, Russia, Dec. 25, 2016.
Russian Emergencies Ministry members walk on a pier near the crash site of Russian military Tu-154 plane in the Black Sea in the Sochi suburb of Khosta, Russia, Dec. 25, 2016.

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সামরিক বাহিনীর এক বিমান, ৯২ জন আরোহী সহ কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়। বিনোদন শহর সোচি থেকে উড্ডয়নের পর পরই বিমানটি বিধ্বস্ত হয়। রুশ সেনাবাহিনীর একটি জনপ্রিয় সংগীত দলও ওই বিমানে ছিল।

কর্মকর্তারা বলেন রাশিয়ার তীরে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ ও কয়েকজন যাত্রীর মরদেহ পাওয়া যায়। বিমানটির প্রধান অংশ পাওয়া যায় তীর থেকে ১ দশমিক ৫ কিলোমিটার দূরে সাগরের ৭০ মিটার গভীরে।

প্রেসিডেন্ট ভ্ল্যাডিমির পুটিন, রবিবার ভোরে টেলিভিশনে, সোমবার দেশব্যাপী জাতীয় শোক দিবস পালনের কথা ঘোষণা করেন।

পুটিন বলেন তার কথায় , “ আমরা এই ঘটনার পূর্ণ তদন্ত চালাবো এবং যারা দুর্ঘটনার শিকার হয় তাদের পরিবারকে সাহায্য করার জন্য আমরা যথাসাধ্য করবো।”

এখনও কোন ইঙ্গিত পাওয়া যায়নি কেন ওই বিমানটি বিধ্বস্ত হয়।

XS
SM
MD
LG