২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের কথা, ক্রেমলিন সোমবার অস্বীকার করেছে।
মুখপাত্র ডিমিট্রি পেসকভ সাংবাদিকদের বলেন ওই সব অভিযোগ ভিত্তিহীন।
যুক্তরাষ্ট্রের বিশেষ কৌঁসুলী, প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের দায়ে রাশিয়ার ১৩ নাগরিক এবং ৩টি প্রতিষ্ঠানকে অভিযুক্ত করার কয়েকদিন পর রাশিয়ার তরফে ওই মন্তব্য করা হল। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে রাশানরা অবৈধ ভাবে তথ্যপ্রযুক্তি ব্যবহার করেছে -- নির্বাচনে বিঘ্ন সৃষ্টি করার জন্য যাতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সুবিধা হয়।
কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই এর সাবেক পরিচালক রবার্ট ম্যুলার তাঁর ৩৭ পৃষ্ঠার অভিযোগপত্রে সেইন্ট পিটার্সবুর্গভিত্তিক একটি সামাজিক গণমাধ্যম কম্পানি, ইন্টারনেট গবেষণা সংস্থা, যাদের ক্রেমলিনের সঙ্গে সংশ্লিষ্টতা আছে, তাদের ১২জন কর্মী এবং তাদের যারা আর্থিক সহায়তা দেয় তাদের নাম উল্লেখ করেছেন।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রবিবার টুইটার বার্তায় রাশিয়ার সঙ্গে তার নির্বাচনী প্রচার অভিযানের সংযোগের ব্যাপারে তদন্ত সম্পর্কে সমালোচনা করেন।