অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার পুলিশ, বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি কে মস্কো প্রতিবাদ বিক্ষোভে গ্রেফতার করে


 Police detain a protester in downtown Moscow, Russia, Sunday, March 26, 2017.
Police detain a protester in downtown Moscow, Russia, Sunday, March 26, 2017.

রাশিয়ায় হাজার হাজার মানুষ, দেশের সর্বত্র, প্রতিবাদ বিক্ষোভের জন্য রাস্তায় নেমে পড়ে। বিক্ষোভকারীরা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে এবং প্রধানমন্ত্রী ডিমিট্রি মেডভেডেভের পদত্যাগ দাবী করে। বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি সমাবেশের ডাক দেন। নাভালনিকে মস্কোতে গ্রেফতার করা হয় যখন তিনি এক সমাবেশে যাচ্ছিলেন তার সমর্থকদের সঙ্গে।

সংসদীয় নির্বাচনে ভোটে কারচুপির অভিযোগের পর ২০১১-২০১২ যে ব্যাপক বিক্ষোভ হয়, তার পর এই প্রতিবাদ বিক্ষোভই ছিল অসন্তোষ প্রকাশের সবচাইতে ব্যাপক সমন্বিত প্রতিবাদ বিক্ষোভ।

নাভালনি এ মাসের গোড়াতে একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশের পর বিক্ষোভের আহ্বান জানান। ওই রিপোর্টে মেডভেডেভের বিরুদ্ধে অলাভজনক সংগঠন ও নেটওয়ার্কের মাধ্যমে বিপুল অর্থ সম্পদ সংগ্রহের অভিযোগ করা হয়।

XS
SM
MD
LG