অ্যাকসেসিবিলিটি লিংক

ব্যাপক প্রতিবাদ বিক্ষোভের পর রুশ বিরোধী নেতা নাভাল্নিকে ১৫দিনের কারাদন্ড দেওয়া হয়


Russian opposition leader Alexei Navalny is escorted upon his arrival for a hearing after being detained at the protest against corruption, at the Tverskoi court in Moscow, Russia, March 27, 2017.
Russian opposition leader Alexei Navalny is escorted upon his arrival for a hearing after being detained at the protest against corruption, at the Tverskoi court in Moscow, Russia, March 27, 2017.

রাশিয়ার আদালত বিরোধী নেতা অ্যালেক্সি নাভাল্নিকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে। এর এক দিন আগে তিনি ও শত শত প্রতিবাদকারীকে দুর্নীতি বিরোধী সমাবেশে গ্রেফতার করা হয়।

নাভাল্নিকে সোমবার একটি আদালতে নিয়ে যাওয়া হয়। এর বেশ কয়েক ঘন্টা পরে ক্রেমলিন প্রকাশ্যে প্রতিবাদ বিক্ষোভকে, সহিংসতায় প্ররোচনা বলে আখ্যায়িত করে। ক্রেমলিন সংগঠকদের বিরুদ্ধে অভিযোগ করে যে তারা সমাবেশে যোগ দেওয়ার জন্য অল্প বয়সীদের অর্থ দিয়েছে।

আদালত বলেছে নাভাল্নি পুলিশের নির্দেশ অমান্য করার অভিযোগে দোষী। এর আগে অনুমোদন ছাড়া প্রতিবাদ সংগঠনের জন্য তাকে ৩৫০ ডলার জরিমানা করা হয়।

রবিবার হাজার হাজার রাশান দেশের সর্বত্র বিভিন্ন শহরে বিক্ষোভ করে। নাভাল্নি, রাশিয়ার অভিজাতদের দায়বদ্ধতার যে ডাক দিয়েছেন তার সমর্থনে লোকজন বিক্ষোভ করে।

XS
SM
MD
LG