অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানকে রাশিয়ার নিরাপত্তা সহযোগিতার প্রতিশ্রূতি পুনর্ব্যক্ত 


রাশিয়া সরকার বুধবার ,পাকিস্তানকে পুনরায় আশ্বাস দিয়েছে যে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করে তারা দক্ষিণ এশিয়ার দেশ, পাকিস্তানকে সন্ত্রাসবাদ মোকাবেলায় তাদের ক্ষমতার উন্নয়ন ঘটাবেI সেই লক্ষ্যে রাশিয়া, ইসলামাবাদকে প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম সরবরাহ করবেI

রাশিয়ার পরররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরোভ বলেন, তাঁর কথায়, আমাদের সহযোগিতা, এই অঞ্চলের সকল দেশের স্বার্থ সুরক্ষা করবেI দুদিনের সফরে পাকিস্তানের রাজধানীতে সাংবাদিকদের কাছে তিনি মন্তব্য করছিলেনI

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী'র সঙ্গে আলোচনার সময় মি: ল্যাভরভ বলেন, দুটি দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং সমুদ্রে জলদস্যুতা প্রতিরোধে মিলিত সামরিক মহড়া ও নৌ মহড়া বৃদ্ধি করতে সম্মত হয়েছেI

আফগানিস্তান প্রসঙ্গে মি: ল্যাভরভ বলেন, রাশিয়া ও পাকিস্তান পার্শবর্তীদেশ, আফগানিস্তানের শান্তি উদ্যোগের প্রয়াসে ঘনিষ্টভাবে সহযোগিতা করে যাচ্ছেI

XS
SM
MD
LG