অ্যাকসেসিবিলিটি লিংক

বিদ্রোহি লড়াকুরা আজ মঙ্গলবার দামেস্কে রাশিয়ার দূতাবাস লক্ষ করে রকেট ছুঁড়েছে


United Nations Special Envoy for Syria, Staffan de Mistura leaves after a news conference on the latest developments in Syria at the United Nations European headquarters in Geneva, Switzerland, October 12, 2015.
United Nations Special Envoy for Syria, Staffan de Mistura leaves after a news conference on the latest developments in Syria at the United Nations European headquarters in Geneva, Switzerland, October 12, 2015.

বিদ্রোহি লড়াকুরা আজ মঙ্গলবার দামেস্কে রাশিয়ার দূতাবাস লক্ষ করে রকেট ছুঁড়েছে-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরফ যেটাকে কিনা ইসলামিক স্টেইট জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে যারা সেই তাদেরকে ভয় দেখানোর উদ্দেশে পরিচালিত সন্ত্রাসীদের কর্মকান্ড বলে অভিহিত করেছেন।দু’টি রকেট গিয়ে আঘাত হানে দূতাবাস প্রাঙ্গনে ঠিক যখন কিনা দূতবাসের বাইরে শত শত লোক সিরিয়ায় রাশিয়ার দূ’সপ্তাহ ধরে চলতে থাকা সামরিক অভিযানের সমর্থনে সমাবেশ করছিলো।হতাহত সম্পর্কে তাৎক্ষনিকভাবে কিছু জানা যায়নি।

ওদিকে রাশিয়ায়, সিরিয়া বিষয়ক জাতিসংঘ দূত স্তাফান দি মিসতুরা বৈঠকে মিলিত হয়েছেন আজ মঙ্গলবার- রাশিয়া ও যুক্তরাষ্ট্র কর্মকর্তাদের মধ্যে একটা সমঝোতা করানো এবং সিরিয়া সংঘাতের রাজনৈতিক প্রক্রিয়া অভিমুখে এগোনো লক্ষ যে আলোচনার।

ওয়াশিংটনেও আলোচনা করার উদ্দেশে দি মিস্তুরা পরে রওনা হবেন বলে মনস্থ করেছেন।সোমবার জেনিভায় এক সাংবাদিক অবহিতকরণ সমাবেশে তিনি বলেন- সন্ত্রাসীদের প্রতিহত করতে লড়া গুরুত্বপুর্ণ সন্দেহ নেই-তবে সেই একই সঙ্গে পাশাপাশি রাজনৈতিক একটা প্রক্রিয়ারও প্রয়োজন রয়েছে – সংকট সমাধানের জন্যে আঞ্চলিক পক্ষগুলোরও সংশ্লিষ্টতার দরকার।

XS
SM
MD
LG