অ্যাকসেসিবিলিটি লিংক

অনুসন্ধানী সাংবাদিকদের বিরুদ্ধে রাশিয়ার দমন অভিযান


সংবাদ সংস্থা দ্য এসোসিয়েটেড প্রেস জানিয়েছে রুশ কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে বহু অনুসন্ধানী সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যদের বাড়িতে হানা দিয়েছে । রাশিয়ার স্বাধীন সংবাদ মাধ্যমের উপর ক্রমবর্ধমান চলমান চাপের মুখে এই তত্পরতা চালানো হলো। পুলিশ অন-লাইন অনুসন্ধানী সংবাদ মাধ্যম প্রয়েক্ত ‘এর প্রধান সম্পাদক রোমান বাদানিন এবং তাদেরই একজন সাংবাদিক মারিয়া ঝোলোবোভার ফ্ল্যাট বাড়িতে তল্লাশি চালিয়েছে।

সংবাদ সংস্থা দ্য এসোসিয়েটেড প্রেস জানিয়েছে রুশ কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে বহু অনুসন্ধানী সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যদের বাড়িতে হানা দিয়েছে । রাশিয়ার স্বাধীন সংবাদ মাধ্যমের উপর ক্রমবর্ধমান চলমান চাপের মুখে এই তত্পরতা চালানো হলো। পুলিশ অন-লাইন অনুসন্ধানী সংবাদ মাধ্যম প্রয়েক্ত ‘এর প্রধান সম্পাদক রোমান বাদানিন এবং তাদেরই একজন সাংবাদিক মারিয়া ঝোলোবোভার ফ্ল্যাট বাড়িতে তল্লাশি চালিয়েছে। পুলিশ বাদানিনের সহকারি মিখাইল রুবিনের বাবা-মা’র বাড়িতেও অভিযান চালায়। রুবিনকে ঝোলোবোভার আবাসিক ভবনের কাছ থেকে আটক করা হয় এবং তাকে তার বাবা-মা’র বাড়িতে নিয়ে আসা হয়। প্রোয়েক্ত তার টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপে জানিয়েছে যে তারা রাশিয়ার অভ্যন্তরীণ মন্ত্রী ভ্লাদিমির কলকলস্তেভ এবং তাঁর সম্পদ বিষয়ে অভিযোগের তদন্ত প্রকাশ করার সংকল্প ব্যক্ত করার পর এই অভিযান চালানো হয়। তল্লাশি শুরু হবার অল্প পরেই অন-লাইন পত্রিকাটি এই প্রতিবেদন প্রকাশ করে। প্রোয়েক্ত পরে বলেছে যে তিনটি তল্লাশি অভিযানের মধ্যে অন্তত দু’টি সম্পৃক্ত ছিল, ২০১৭ সালের একটি প্রামাণ্য চিত্রের বিষয়ে যা নিয়ে বাদানিন এবং ঝোলোবোভা কাজ করেছেন। এই প্রামাণ্য চিত্রটি ছিল সেন্ট পিটার্সবার্গের একজন ব্যবসায়ীকে নিয়ে যার বিরুদ্ধে সংগঠিত অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ ছিল। তা ছাড়া রাশিয়া যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত রেডিও ফ্রি ইউরোপ / রেডিও লিবার্টির উপরও কঠোর জরিমানা করার জন্য দমনমূলক আইন ব্যবহার করেছে। তাদের প্রযোজিত অনুষ্ঠান যে রুশ কর্তৃপক্ষের ভাষায় বিদেশি এজেন্ট দ্বারা তৈরি তা সনাক্ত করতে ব্যর্থ হবার জন্য এই জরিমানা। এই প্রচার মাধ্যম হস্তক্ষেপের জন্য মানবাধিকার বিষয়ক ইউরোপীয় আদালতের শরণাপন্ন হয়েছে। (এপি)

XS
SM
MD
LG