রাশিয়ার সৈন্যরা কৃষ্ণ সাগরের বন্দর শহর সেভাস্তপলের অদূরে ক্রাইমিয়ার বেলবেক বিমান ঘাটিতে অবরোধ সৃষ্টি করেছে এবং সেখানে অবস্থিত ইউক্রেনের সৈন্যদের আত্মসমর্পণ করতে আহ্বান জানাচ্ছে।
আজ কোন রকম আগাম ঘোষণা না দিয়েই রাশিয়ার সামরিক ইউনিটগুলি বেলবেক ঘিরে ফেলতে এগিয়ে যায়। সেখানে তারা তাদের মিশন সম্পর্কে কিছু বলতে চাইছে না এবং অন্তত একটি ক্ষেত্রে , সংবাদ কর্মীর ক্যামেরা আটক করে এবং সংবাদদাতাদের ঐ স্থান ত্যাগ করতে বলে।
রয়টার বার্তা সংস্থা জানিয়েছে যে তারা বেলবেকে ইউক্রেনের একজন কমান্ডারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান যে, ইউক্রেনের সৈন্যদের আত্মসমর্পণের জন্যে রুশ বাহিনী সময় সীমা বেঁধে দিয়েছে।
ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ড্যানিয়েল শার্ফ বলছেন যে রুশ সৈন্যরা আজ বেলবেক ঘাটিঁর বাইরে তার টিভি টিমের ক্যামেরার সাজ সরঞ্জাম আটক করে। এর আগে তারা সেখানে সমবেত রূশ সাঁজোয়া বাহিনীর উপস্থিতির ভিডিও চিত্র ধারণ করে।
আজ কোন রকম আগাম ঘোষণা না দিয়েই রাশিয়ার সামরিক ইউনিটগুলি বেলবেক ঘিরে ফেলতে এগিয়ে যায়। সেখানে তারা তাদের মিশন সম্পর্কে কিছু বলতে চাইছে না এবং অন্তত একটি ক্ষেত্রে , সংবাদ কর্মীর ক্যামেরা আটক করে এবং সংবাদদাতাদের ঐ স্থান ত্যাগ করতে বলে।
রয়টার বার্তা সংস্থা জানিয়েছে যে তারা বেলবেকে ইউক্রেনের একজন কমান্ডারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান যে, ইউক্রেনের সৈন্যদের আত্মসমর্পণের জন্যে রুশ বাহিনী সময় সীমা বেঁধে দিয়েছে।
ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ড্যানিয়েল শার্ফ বলছেন যে রুশ সৈন্যরা আজ বেলবেক ঘাটিঁর বাইরে তার টিভি টিমের ক্যামেরার সাজ সরঞ্জাম আটক করে। এর আগে তারা সেখানে সমবেত রূশ সাঁজোয়া বাহিনীর উপস্থিতির ভিডিও চিত্র ধারণ করে।