রুশ প্রেসিডেন্ট ভ্ল্যাডিমির পুটিন, রাশিয়ায় আমেরিকান দূতাবাসে ৭৫৫জন কর্মী, কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রকে। ২০১৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের প্রেক্ষিতে, যুক্তরাষ্ট্র যে নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে তার জবাবে রাশিয়া ওই নির্দেশ দিয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে বলা হয় পুটিনের নির্দেশ,“দুঃখজনক এবং অপ্রয়োজনীয়”। তারা বলেছে এর কিভাবে জবাব দেওয়া হবে তারা তা খতিয়ে দেখছে।
পুটিন এক রুশ টেলিভিশন নেটওয়ার্ককে বলেছেন, তার সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারে।
যুক্তরাষ্ট্র কংগ্রেস বৃহস্পতিবার ইরান, উত্তর কোরিয়া এবং রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব অনুমোদন করে। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, পাল্টা পদক্ষেপের কথা প্রথম ঘোষণা করে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয় আন্তর্জাতিক বিষয়ে আমেরিকা যে অতি আগ্রাসী পদক্ষেপ নিচ্ছে – এই সব নিষেধাজ্ঞা সেটাই নিশ্চিত করছে।
হোয়াইট হাউস থেকে বলা হয় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কংগ্রেসের অনুমোদিত আইন প্রস্তাব সাক্ষর করবেন।