অ্যাকসেসিবিলিটি লিংক

মহা বিপর্যয়ের মুখে এখন রাশিয়া


রাশিয়া সংক্রমণের শুরু থেকে তা দমিয়ে রাখতে সফল এবং প্রশংসিত হয়েছিল I সেই ১১টি টাইম জোনে বিভক্ত দেশ রাশিয়া, এখন মহা বিপর্যয়ের মুখে ; করোনা সংক্রমণের ক্ষেত্রে এখন রাশিয়া দ্বিতীয় স্থানে I রাজধানী মস্কো সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল জনসংখ্যার কারণে, যেখানে ১,৪২,৮২৪জন সংক্রমিত হয়েছেন I রাশিয়ায় এখন সর্বমোট সংক্রমণের সংখ্যা প্রায় ২,৮২ ০০০ 'র কাছাকাছি I

প্রেসিডেন্ট পুতিন VDO বার্তায় রাশিয়ার ৮৫জন আঞ্চলিক প্রধানকে স্থানীয় এলাকার বোঝা নিজ নিজ কাঁধে নেবার আওভান জানান I তিনি বলেন, তারাই সিদ্ধান্ত নেবেন কে, কখন এবং কোথায় লকডাউন জারি করবেন এবং তা প্রত্যাহার করবেন I

XS
SM
MD
LG