অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার সাংবাদিক সেভেৎলানা প্রকপয়েভাকে ৬ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে 


একটি বিস্ফোরণের খবর লেখা এবং প্রকাশের জন্য রাশিয়ার সাংবাদিক, সেভেৎলানা প্রকপয়েভাকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়ার আদালত I তাঁর কারাদণ্ডের বিরোধিতা করে অন্যান্য সাংবাদিকেরা রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (FSB) ভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন I২০১৮ সালে আরখানগেলসকে'র নিরাপত্তা সদর দপ্তরের বাইরে বিস্ফোরণ নিয়ে সেভেৎলানা সাময়িকী লিখেছিলেন I

কর্তৃপক্ষ ১৭ বছর বয়সী ঐ হামলাকারীকে সনাক্ত কোরে তাকে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত করে Iসেভেৎলানা লিখেছিলেন যে,ঐ হামলাকারী রাশিয়ার রাজনৈতিক মহলের সঙ্গে সম্পৃক্ত I পরে প্রকাশ্যে সন্ত্রাসবাদকে উৎসাহিত করার জন্য সেভেৎলানাকে অভিযুক্ত এবং কারাদণ্ড দেয়া হয় I

XS
SM
MD
LG