অ্যাকসেসিবিলিটি লিংক

সার্ক সম্মেলনের বিকল্প স্থানের কথা বিবেচনা করছে নেপাল


Flag of SAARC Members
Flag of SAARC Members

ভারত-বাংলাদেশ আফগানিস্তান ও ভুটানের অর্থাৎ চারটি দেশের পক্ষ থেকে পাকিস্তানে নভেম্বরে অনুষ্ঠেয় দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সার্কের ১৯তম অনুষ্ঠানে যোগদানে অসম্মতি জানানোর পরে ওই সম্মেলন এমনিতেই স্থগিত হয়ে যায় সার্ক সনদ অনুযায়ী। তবুও স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণাটি এখনো পর্যন্ত না দিয়ে বিকল্প হিসেবে সার্কের সদস্য এমন ভিন্ন কোনো দেশে ওই সম্মেলনটি এই নভেম্বরেই অনুষ্ঠানের ব্যাপারে কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে সার্কের বর্তমান সভাপতি দেশ নেপাল । নেপালের পক্ষ থেকে ৪টি দেশের লিখিত অসম্মতিপত্র বুধবারে পাওয়ার কথা জানানো হয়েছে। সার্ক শীর্ষ সম্মেলন নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচন্ড কাঠমান্ডুতে উচ্চ পর্যায়ে একজরুরি বৈঠক করেছেন। বৈঠকে সিদ্ধান্ত হয় যে, সংকট উত্তরণে চেষ্টা তারা করবেন। আর তার পরেই ভিন্ন কোনো দেশে শীর্ষ সম্মেলন অনুষ্ঠান করা যায় কিনা সে প্রস্তাব নিয়ে নেপালের কূটনৈতিক উদ্যোগ শুরু হয়েছে। নেপালের পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে শীর্ষ সম্মেলনে সকল সদস্য দেশ যাতে অংশ নেয় এবং যথা-শিগগির যাতে সম্মেলনটি অনুষ্ঠিত হয় তার একটি যথাযথ এবং সহায়ক পরিবেশ সৃষ্টির আহবান জানানো হয়েছে।
নেপালের এই উদ্যোগ সম্পর্কে অবশ্য ঢাকায় কেউ কোনো মন্তব্য করেননি।
এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00

XS
SM
MD
LG