অ্যাকসেসিবিলিটি লিংক

সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবীর সাজার আদেশে বিএনপির ক্ষোভ


বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধের রায় ফাঁসের ঘটনায় সাইবার ট্রাইব্যুনালের দেওয়া রায়ে তাঁর আইনজীবীর সাজার আদেশ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে দলটি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সাংবাদিকদের বলেন ব্যারিস্টার ফখরুল ইসলামেকে ১০ বছর কারাদণ্ড দেয়া হয়েছে কারন তিনি সত্য কথা বলেছেন এবং সত্য কিছু কাগজ জনসমক্ষে তুলে ধরেছেন। দেশে বাক স্বাধীনতা নেই অভিযোগ করে তিনি বলেন সরকার ৩৫টা অনলাইন পোর্টাল বন্ধ করে দিল এক মুহূর্তের মধ্যে! তিনি বলেন এটাকে একটি গণতান্ত্রিক দেশ ভাবার কোন সুযোগ রাখেনি বর্তমান সরকার।

বিভিন্ন ঘটনায় বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের সমালোচনা করে ভারতের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কেউ কথা বললেই রাষ্ট্রদ্রোহিতা হয় না বরং তাকে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, যুদ্ধ করতে হবে এবং তাহলেই তা রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে।

XS
SM
MD
LG