উত্তর প্রদেশে এক ধর্মীয় সম্মেলনে বিজেপি দলের সাংসদ সাক্ষী মহারাজ বললেন, ভারতের জনসংখ্যা সমস্যার জন্য হিন্দুদের দোষ দেওয়া চলে না। দায়ী তো মুসলিমরা, কেননা, ইসলামে চারটি স্ত্রী রাখবার সুযোগ আছে। তার পরই ৪০টি সন্তান। এই বিতর্কিত মন্তব্য নিয়ে হুলুস্থুল পড়ে গিয়েছে। পুলিশ এর বিরুদ্ধে ধর্মীয় হিংসা ছড়ানোর অভিযোগ দায়ের করেছে। কয়েক দিন আগেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, ধর্মের নামে ভোট চাওয়া চলবে না। কাজেই সাক্ষী মহারাজের বক্তৃতা নিয়ে খোঁজখবর শুরু করেছে নির্বাচন কমিশনও। বিজেপি-র বিভিন্ন নেতা এর আগেও সাম্প্রদায়িক বক্তৃতা দিয়ে আইন ভঙ্গ করেছেন বলে অভিযোগ উঠেছে। সামনেই উত্তর প্রদেশ বিধানসভার নির্বাচন। তার পরিপ্রেক্ষিতে এই বক্তৃতা আরও বিতর্কিত হয়ে উঠেছে।