অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গে করোনা চিকিৎসার জন্য গড়া হবে স্যাটেলাইট সেন্টার


পশ্চিমবঙ্গে করোনা মোকাবিলায় সরকারি পরিকাঠামোয় এবার বেসরকারি উদ্যোগ। করোনা চিকিৎসার জন্য গড়া হবে স্যাটেলাইট সেন্টার। ইতিমধ্যেই এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্য সরকারের তরফে চাওয়া হয়েছে আগ্রহপত্র। চুক্তির মেয়াদ তিন মাস পর্যন্ত কার্যকর থাকবে। চুক্তির মেয়াদ সর্বোচ্চ ১ বছর। এ ক্ষেত্রে কর্মী নিয়োগ, পরিকাঠামোয় বিনিয়োগ করবে বেসরকারি সংস্থা। গোটা বিষয়টির নজরদারির দায়িত্ব রাজ্য সরকারের।

পশ্চিমবঙ্গে করোনা চিকিৎসার জন্য গড়া হবে স্যাটেলাইট সেন্টার
please wait

No media source currently available

0:00 0:01:04 0:00
সরাসরি লিংক

প্রসঙ্গত বলা যেতে পারে রাজ্যে করোনার প্রকোপ বাড়ছে রোজই। ভোটের মরশুমে রাজ্যে করোনা পরিস্থিতি খারাপ হয়েছে। গত শনিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৭, ৫১২। রবিবারের রিপোর্ট অনুযায়ী, সংক্রমণের কবলে পড়েছেন ১৭, ৫১৫ জন। বৃদ্ধির হার সামান্যই। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় জেলায়। ক্রমাগত আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে রাজ্য সরকারের তরফে এই উদ্যোগ বলেই মনে করা হচ্ছে ।

XS
SM
MD
LG