সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় ছয় জন বাংলাদেশী শ্রমিক নিহত এবং দুই জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সৌদি সময় বেলা সাড়ে এগারোটার দিকে সৌদি রাজধানী রিয়াদ থেকে সাড়ে তিনশ কিলোমিটার দূরে ওই দুর্ঘটনা ঘটে। ওই শ্রমিকদের বহনকারী গাড়িটি বিপরীত দিক থেকে আসা অপর এক গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের কারণে ওই দুর্ঘটনা ঘটে বলে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ সংবাদ মাধ্যমকে বলেছেন। দূতাবাস কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌছেছেন। তারা দুই জনের পরিচয় পেয়েছেন। নিহত ওই দুজনের বাড়ি বরিশালে এবং তারা আপন দুই ভাই বলে জানা গেছে।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরু।