অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে জনকল্যাণমূলক প্রকল্পে অর্থায়নে নিজে দেশের নাগরিকদের সতর্ক করেছে সৌদি আরব


বাংলাদেশে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে নিজের নাগরিকদের সৌদি আরব সতর্ক করেছে বলে জানিয়েছে ঐ দেশের ইংরেজি দৈনিক সউদি গেজেটের অনলাইন সংস্করণ।

বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়া এমন কোন প্রকল্পে অর্থায়নকে অনুৎসাহিত করা হয়েছে বলে এতে উল্লেখ করে বলা হয়েছে সৌদি আরবের নাগরিকদের জন্য এ সতর্কতা দিয়েছে ঢাকায় অবস্থিত সৌদি আরবের দূতাবাস।

এতে দূতাবাস বলেছে, বাংলাদেশে সৌদি নাগরিকদের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ রয়েছে এ সতর্কতা তারই অংশ। বলা হয়েছে, আগে ভাগে বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়া কোন সহায়তা বিষয়ক প্রকল্প অনুমোদন করে না বাংলাদেশের আইন-কানুন।

এদিকে, সৌদি আরব থেকে পাওয়া খবরে জানা গেছে সে দেশের রাজধানী রিয়াদে ১৪০ জনেরও বেশি বাংলাদেশী শ্রমিক চাকরি হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাঁরা বলেছে, কয়েক মাসের বকেয়া বেতন না পাওয়ায় তাঁদের এ দুর্ভোগ পোহাতে হচ্ছে। রিয়াদে বাংলাদেশ দূতাবাসকে জানানোর পরও এর কোন সুরাহা হয়নি বলে তাঁরা অভিযোগ করেছেন। ঢাকা থেকে জহুরুল আলম।

XS
SM
MD
LG