অ্যাকসেসিবিলিটি লিংক

সউদী নেতৃত্বে দ্বিতীয় দিনের মত বিমান অভিযান চালানো হয়েছে


ইয়েমেনে বিদ্রোহীদের লক্ষ্যস্থলগুলোতে দ্বিতীয় দিনের মত সউদী আরব পরিচালিত বিমান অভিযান চলে। শিয়া সম্প্রদায়ভুক্ত হুতী বিদ্রোহী দল/ যাদের দখলে দেশের বেশির ভাগ অঞ্চল তাদেরকে উতখাত করার লক্ষ্যে অঞ্চলিক প্রচেষ্টার অংশ হিসাবেই এই বিমান অভিযান চালানো হচ্ছে।

কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীদের মতে, রাজধানী সানার আশেপাশে শুক্রবার কোয়ালিশনের যুদ্ধ বিমান/ বিদ্রোহীদের সামরিক ঘাঁটি এবং বিদ্রোহী নিয়ন্ত্রিত অন্যান্য লক্ষ্স্থলে আঘাত হানে। সামরিক কর্মকর্তারা আরো বলেছেন, হুতী বিদ্রোহীদের আবাস ভূমি, উত্তরাঞ্চলের সাদ প্রদেশেও বিমান অভিযান চালানো হয়।

সৌদী সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন যে প্রথম পর্যায়ের বিমান আভিযান সফল হয়েছে। তবে মিত্র বাহিনীর স্থল অভিযানের প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন সৌদী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা আহম্মেদ বিন হাসান আসিরি।

XS
SM
MD
LG