অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্লোরিডা স্কুলের হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত


যুক্তরাষ্ট্রর ফ্লোরিডা রাজ্যের দক্ষিণাঞ্চলের কর্তৃপক্ষ ১৯ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত ভাবে স্কুলে ১৭ জনকে হত্যার অভিযোগ এনেছে। আজ তাকে আদালতে হাজির করা হবে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বুধবার মায়ামির ৭০ কিলোমিটার উত্তরে পার্কল্যান্ড এলাকার মার্জোরি ষ্টোনম্যান ডাগলাস হাইস্কুলে নিকোলাস ক্রুজকে আক্রমণ চালানোর দায়ে আটক করেছে।

পুলিশ জানিয়েছে যে হামলাকারী ঐ হাইস্কুলের প্রাক্তন ছাত্র। সে স্কুলের বাইরে গুলি চালিয়ে পরে স্কুলের ভেতরে ঢুকে গুলি চালায় এবং পরে ছাত্রছাত্রীর একটি দলের সংগে মিশে পালিয়ে যায়। ঐ ঘটনায় ১৭ জন প্রাণ হারিয়েছে এবং আরও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শেরিফ স্কট ইস্রায়েল ঐ ঘটনাকে ভীতিকর, নারকীয় হত্যা এবং জঘন্য বলে উল্লেখ করেন। তিনি জানান, স্কুলের ভেতরে ১২ জন, বাইরে কম্পাউন্ডে ৩ জন এবং হাসপাতালে নেবার পথে ২জন প্রাণ হারানI

এফবিআই এই ঘটনার তদন্ত কাজে সহায়তায় করছেI

XS
SM
MD
LG