নতুন কিছু খেলনা এমনভাবে তৈরী করা হচ্ছে যেগুলির গতিবিধি নিয়ান্ত্রন করা যাবে কম্পুটার কোডিং এর সাহায্যে।
মুলতঃ এগুলির উৎপাদন করা হচ্ছে ছোট ছোট বাচ্চা মেয়েদের জন্য, যারা পুতুল খেলার মাধ্যমে খুব ছোটবেলা থেকেই কোডিং করতে অভ্যস্ত হয়ে যাবে।
এ বিষয়ে আজকের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা Deana Mitchell এর প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত ।