আপনারা কি জানেন যে যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি George Washington এর উদ্বোধনী ভাষণ ছিল মাত্র ১৩৫ টি শব্দ দিয়ে রচিত। এর আসল কারণ ছিল কিন্তু তার নকল দাঁত, যেটা পরে উনার কথা বলতেই খুব কষ্ট হচ্ছিল।
বাল্টিমোরে অবস্থিত জাতীয় দন্তচিকিৎসা জাদুঘর পৃথিবীর সবচেয়ে বড় দন্ত্য সংগ্রহশালাগুলির অন্যতম।
VOA-এর সংবাদদাতা Maxim Moskalkov মানুষের দাঁত নিয়ে নানা তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন National dentistry Museum এ, আর তারই উপর ভিত্তি করে লেখা প্রতিবেদনটির বাংলা রূপান্তর আজকের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।