অ্যাকসেসিবিলিটি লিংক

স্বাধীনতা প্রসঙ্গে স্কটলান্ডের জনগণ ফলাফলের অপেক্ষায়


স্কটলান্ডের ভোটাররা বৃটেন থেকে স্বাধীনতা লাভ সংক্রান্ত চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছেন I বৃহস্পতিবার ভোট গ্রহণ কেন্দ্রে প্রচুর ভোটারদের সমাগম হয় I আজ সকালের গণভোটের ফলাফল নির্ধারণ করবে যে ৩০৭ বছর অবিভক্ত থাকবার পর স্কটল্যান্ড স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হচ্ছে কিনা I ৩০০০ ভোটারদের গণভোটের পূরবর্তী সমীক্ষায় দেখা গিয়েছে স্বাধীনতার বিপক্ষে জনমত রয়েছে ৫৪ শতাংশ আর পক্ষেরয়েছে ৪৫ শতাংশ I স্কটলান্ডের ৪০ লক্ষ ভোটারদের ৯৭ শতাংশ গণভোটে অংশ নিয়েছেন I

XS
SM
MD
LG